করোনা কেড়ে নিল ‘ভয়েস অফ ক্রিকেট’ -এর প্রান। প্রয়াত হলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি। ৮০ বছর বয়সে শরীরে মারণ ভাইরাস সংক্রমণই প্রাণ কেড়ে নিল বর্ষীয়ান ক্রিকেট সাংবাদিক কিশোর ভিমানির। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। স্বভাবতই কিশোর ভিমানির মৃত্যুতে ক্রিকেট এবং সাংবাদিকমহলে শোকের ছায়া নেমে এসেছে। দশকের পর দশক সাংবাদিকতার কারণে একাধিক পুরস্কার পেয়েছিলেন এই প্রয়াত কিশোর ভিমানি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদী, ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার সহ অনেকেই।
