নদীয়ার সারাগর এলাকায় একটি মদের দোকানে গতকাল আনুমানিক রাত একটা নাগাদ টিনের ছাউনি কেটে দোকানের ভিতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে বেশ কয়েক হাজার টাকা নগদ এবং কয়েক বোতল মদ চুরি করে নিয়ে যায় বলেই মনে করছেন দোকানের মালিক বুদ্ধেশ্বর বিশ্বাস, এবং সত্য রঞ্জন বিশ্বাস। তারা জানিয়েছেন, কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তা বুঝতে পারছন না। তারা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে পুলিশ এ বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে।
