একাধিক দাবিদাওয়া নিয়ে অণ্ডাল বিমান নগরীর সমস্ত জমিদাতা ও জমির উপর নির্ভরশীল সাধারণ মানুষ ধর্ণা ও অনস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ ঘিরে সকাল থেকে বিমান বন্দর চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অণ্ডাল থানার বিশাল পুলিস বাহিনী পৌঁছে বিক্ষোভ তুলে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিমান বন্দর কর্তৃপক্ষ জমির বদলে আংশিক জমি ও ক্ষতিপূরণ বাবদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি ও বেকার যুবককদের চাকরির প্রতিশ্রুতি দিলেও রাখেননি। তাঁদের দাবি, অবিলম্বে প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করতে হবে বিমান বন্দর কর্তৃপক্ষকে।
