তৃণমূল দল ছাড়ার পর কোন্নগরে পুড়লো শুভেন্দু অধিকারীর কুশপুতুল। কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে গদ্দার আখ্যা দিয়ে বারো মন্দির ঘাটের সামনে জিটি রোডের উপর শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হয়। একটি মিছিলও করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এত বছর দলে থেকে সব কিছু পেয়ে ভোটের মুখে এসে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে সে একজন গদ্দার ছাড়া আর কিছু না।
