দেশ জুড়ে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের টিকাকরণ। প্রথম পর্যায়ের টিকাকরণ শুরু হয়েছে কোভিশিল্ডের মাধ্যমে। তবে কোভিশিল্ডের পর শুক্রবার রাজ্যে আসছে কোভ্যাকসিন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিনগুলিকে বাগবাজারের স্টোরে মজুত রাখা হবে। তবে কবে, কোথায় কখন ভ্যাকসিনগুলি দেওয়া হবে, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্য মন্ত্রক ও স্বাস্থ্য দফতর আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
