আইপিএস ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সকালে টুইট করে মমতা বন্দোপাধ্যায়কে সমর্থনের বার্তা দেন তিনি। টুইটে তিনি জানান, প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্র। ঠিক ভোটের আগে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা দেখেই ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার। রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা চলছে। নিজেদের হাতে রাজ্যের ক্ষমতা তুলে নিতে চাইছে কেন্দ্র। এটা অগণতান্ত্রিক এবং অনৈতিক। গায়ের জোরে করা হচ্ছে। আমি এর নিন্দা করছি।
