রাজ্য সফরে এসে বঙ্গে একের পর এক পরিবারে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেছেন দেশের সব রাজনৈতিক দল। এবার ফের ৯ জানুয়ারি রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কাটোয়ায় জনসভা করবেন তিনি। পাশাপাশি জেলায় আরও কিছু কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৯ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার মুস্থুলি গ্রামে কলেজের পাশের জমিতে তাঁর সভার জন্য সভাস্থল তৈরী করা হয়েছে। সভার আগে জেপি নাড্ডা কাটোয়ার গৌরাঙ্গবাড়িতে পুজো দেবেন। সেখান থেকে মুস্থুলি গ্রামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন জে পি নাড্ডা।
