করোনা টিকার প্রথম ট্রায়াল নিলেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। সোমবার ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন দেওয়া হয় তাঁকে। গোটা আমেরিকাবাসীকে আশ্বস্ত করার লক্ষ্যে তাঁর টিকা নেওয়ার প্অনুষ্ঠানটি সরাসরি লাইভ টিভিতে সম্প্রচার করা হয়। উল্লেখ্য, ৭৮ বছর বয়সী বাইডেন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে উচ্চ করোনা ঝুঁকির বিভাগে রয়েছেন। এদিন তিনি সংক্রমনের হাত থেকে বাঁচতে সকলকে মাস্ক পড়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়াও সাধারণ মানুষকে তিনি বলেন, যদি বাইরে বেড়োনো একান্ত জরুরি না হয়, তবে বাড়ি থেকে বেড়োবেন না।
