তৃণমূলেই থাকছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি। বৈঠকের পরেই তিনি জানান, ‘আমার আচরণে দুঃখ পেয়েছেন দিদি। দিদিকে দুঃখ দিয়ে পৃথিবীতে বাঁচতে পারব না। দলেই আছি। দল ছাড়ছি না। ইস্তফা গ্রহণ না করতে অনুরোধ করব। দিদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব।’ তিনি আরও জানান, দলের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল,মিটে গেছে। প্রসঙ্গত,বৃহস্পতিবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি।
