করোনা আবহে জেইই-র মেইন পরীক্ষা হয়েছিল পাঁচ দিন আগেই। শনিবার তারই ফলপ্রকাশ হল। এই পরীক্ষায় ২৪ জন ছাত্র-ছাত্রী স্কোর করেছেন ১০০ শতাংশ। তারই মধ্যে তেলেঙ্গানা থেকে রয়েছেন আট জন পড়ুয়া। দিল্লি থেকে পাঁচ এবং রাজস্থান থেকে চার পরীক্ষার্থী। খুবই কম সময়ে এই মহামারি পরিস্থিতে ফল প্রকাশ। সূত্রের খবর, জেইই-র মেইন পরীক্ষা দিয়েছিলেন ৭৫ শতাংশ পড়ুয়ারা। জানা গিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। রাজ্যে জেইই-মেইন এক্সামে প্রথম ডিপিএস রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তী দে।
