আরও এক বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এবার জেলে এবং জেরা করার ঘরে সিসিটিভির সামনেই জেরা করতে হবে সিবিআই, এনআইএ, ইডি-র মতো তদন্তকারী সংস্থাকে। জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়াকে ক্যামেরাবন্দী করতে হবে। এমনকী থাকতে হবে নাইট ভিশন ও অডিও রেকর্ডিং-এর ব্যবস্থাও। পাঞ্জাবের একটি ঘটনায় হেফাজতে অত্যাচার সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে থানার ভেতর বাইরে সবটাই সাথেই রেকর্ডিংয়ের সুবিধাযুক্ত সিসিটিভি লাগাতে হবে নার্কোটিক্স ব্যুরোর দপ্তরেও।
