আর দেরি নয় শীত অনুভবে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার রাত থেকেই জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। আজ রাত থেকেই পারদ নামা শুরু করবে। রবি ও সোমবার কলকাতার পারদ ১২ ডিগ্রিও ছুঁতে পারে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সোমবার পর্যন্ত পারদ নামলেও মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে কলকাতার পারদ। কলকাতায় আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি। আজও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
