আইপিএল শুরু হতে আর মাত্র কটা দিন বাকী। আর তার প্রস্তুতি খতিয়ে দেখতে মরু শহরে পৌঁছে গিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আমিরশাহিতে বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব শেষ হতেই কাজে নেমে পড়লেন সৌরভ। দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে আইপিএল করতে বাধ্য হয়েছে বিসিসিআই। সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরশাহিকে আইপিএল-এর জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। সোমবার তিনটি আইপিএল ভেন্যুর অন্যতম শারজা ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখলেন মহারাজ। সঙ্গে ছিলেন এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্তারাও। ছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও।
