প্রায়শই বিভিন্ন কারণে অকারনে তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গ করার পাশাপাশি অপমানও করা হয়। এবার সেই অপমানের তির সুপরিচিত সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের দিকে। ইতিমধ্যেই তা নিয়েই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। কাবেরী নামের একটি প্রোফাইল থেকে টুইট করে লেখা হয়েছিল, ভারতীয়দের মগজধোলাই করে এটা বোঝানো হয়েছে, লতা মঙ্গেশকরের কণ্ঠ ভালো। সেই টুইট শেয়ার করে আদনান সামি লেখেন, “বান্দর কেয়া জানে অদ্রক কা স্বাদ”। এমনই অসংখ্য প্রতিবাদের সুরে সুর মিলিয়েছেন তারকা থেকে ভক্তরা।
