চাল ডালে পোকা, সেই নিয়ে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। সিউড়ির হাটজান বাজারের অঙ্গনারী সেন্টারের দেওয়া চাল ডালে পোকা থাকায় শনিবার সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। যার জেরে অঙ্গনওয়াড়ি সেন্টার উত্তপ্ত হয়ে ওঠে। তবে জানা গেছে, সেন্টারের দায়িত্ব প্রাপ্ত শিক্ষিকার তরফ থেকে চাল ডাল পরিবর্তন করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চাল এবং ডালের যে গুনগত মান তা বাচ্চাদের রান্না করে খাওয়ানোর যোগ্য নয়। তার পরেই এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন।
