উচ্ছ্বাস এবং উদ্দীপনার সাথে আদিবাসী মেলার দ্বিতীয় দিনেও চলছে বিভিন্ন ক্রিড়া ও নৃত্য প্রতিযোগিতা।শুক্রবার কেশিয়াড়ী রবীন্দ্র ভবনে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয়েছিল আদিবাসী মেলার। এই মেলা চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। শনিবার সেখানে মহিলা বিভাগে আয়োজন করা হয় ফুটবল, তীরন্দাজী , কাবাডী, বিভিন্ন নৃত্য প্রতিযোগিতা। অন্যদিকে পুরুষদের জন্য আয়োজন করা হয় তীরন্দাজী,ভলিবল। আদিবাসী সমাজের মূল ধারার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই কর্মসূচি আয়োজন রাজ্য সরকারের।এই মেলার বিভিন্ন স্টলে রয়েছে আদিবাসী সম্প্রদায় মানুষদের বিভিন্ন সামগ্রি।এদিন সমস্ত প্রতিযোগিরা আনন্দ ও উৎসাহের সঙ্গে এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
