বাশনির গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে মারন ভাইরাসের গণ-টিকাকরণ প্রক্রিয়া। শুরুতেই প্রায় তিন কোটি ভ্যাকসিন প্রথম সারির কোভিড যোদ্ধাদের দেওয়া হয়। ইতিমধ্যে ভারতে কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এই দুটি টিকাকে অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে পড়শি বন্ধুরাষ্ট্র বাংলাদেশের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত সরকার। আগামী ২০-ই জানুয়ারি একটি বিশেষ বিমানে করে তা পৌঁছবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশের সরকারকে উপহার স্বরুপ প্রায় ২০ লক্ষ ডোজ টিকা পাঠাচ্ছে নয়াদিল্লি। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন পাঠানো হচ্ছে বাংলাদেশে। পাশাপাশি ভারত ও বাংলাদেশ পারস্পরিক বন্ধুত্বকে আরও দৃঢ় করতেই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বলে খবর নয়াদিল্লি সূত্রের।
