শত্রুপক্ষের মোকাবিলায় শক্তি বাড়বে ভারতীয় বায়ু সেনার। জানা গেছে, সামনের মাসে আরও তিনটি
রাফালে ফাইটার জেট ভারতে আসবে। এই নিয়ে তৃতীয় দফায় ফ্রেঞ্চ multi-combat fighter jet রাফাল
আসছে ভারতে। ফ্রান্স থেকে সোজা জামনগরে আসবে তিনটি রাফাল। পাশাপাশি মার্চে আরও তিনটি রাফাল
এবং এপ্রিলে আরও সাতটি রাফাল আসবে দেশে। এই নিয়ে ভারতীয় বায়ু সেনায় মোট ৩৬টি রাফালে
অন্তর্ভুক্ত হবে।
