সোমবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে জেহাদি কার্যকলাপে মদত দেওয়ার জন্য কার্যত পাকিস্তানকেই দায়ী করল ভারত। ২০১৭ সালে SCO-তে যোগ দেয় ভারত, সেই বছরই সদস্যপদ পায় পাকিস্তান। এরপর এই প্রথমবার SCO সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছিল নয়াদিল্লি। এইদিন ভারচুয়াল বৈঠকে বক্তব্য রাখেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বক্তবে তিনি সীমান্তের অপর দিক থেকে জঙ্গি কার্যকলাপের কথা তুলে ধরেণ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদ। কিছু দেশ রাষ্ট্রীয় নীতির অঙ্গ হিসেবে সন্ত্রাসবাদকে হাতিয়ার করছে।
