মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের পরিচালনায় শুরু হল আদিবাসী মেলা। পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লক ও পুঞ্চা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পুঞ্চা গার্ল হাই স্কুল মাঠে তিনদিন ব্যাপী এই আদিবাসী মেলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা বন্দনা মাহাত, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি পার্থসারথী মাহাত, পুঞ্চা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য সহ আদিবাসী জনগন।
