জিও গ্রাহকদের জন্য আবারও সুখবর। নতুন বছরে গ্রাহকরা পেতে চলেছে সম্পূর্ণ বিনামুল্যে ভয়েজ কল পরিষেবা। ২০২১-এর পয়লা জানুয়ারি থেকে ডোমেস্টিক ভয়েস কলে আর লাগবে না কোনও চার্জ। ভারতের যেকোন প্রান্তে জিও সহ যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে কল করতে পারবেন গ্রাহকেরা। গত কয়েক মাস এই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের নম্বরে ফোন করার জন্য আলাদা চার্জ দিতে হত। IUC চার্জ চালু করার সময়ই রিলায়েন্স জিও তাঁর গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিল TRAI-এর তরফে এই শুল্ক তুলে নেওয়া হলে তারাও আর কোনও চার্জ নেবে না ৷ সেই প্রতিশ্রুতি মতোই সংস্থার ঘোষণা, আগামিকাল থেকে ফের দেশের মধ্যে জিও সহ যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে কল করতে পারবেন গ্রাহকেরা৷ বছরের শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার অন্য নেটওয়ার্কে ফোনকল চার্জ তুলে নেওয়ার কথা ঘোষণা করল মুকেশ আম্বানির জিও নেটওয়ার্ক।
