শুক্রবার থেকেই জেলায় জেলায় দ্বিতীয় দফার ট্রায়াল শুরু হয়েছে। এবার টিকার আশার আলো দেখালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানিয়েছেন,আগামী কয়েকদিনের মধ্যেই দেশবাসীকে করোনা টিকা দেওয়া হবে। কীভাবে টিকা দেওয়া হবে তা প্রতিটি রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে। সাথেই তিনি জানিয়েছেন,খুব কম সময়েই ভারত করোনা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা দেশবাসীকে ভ্যাকসিন দিতে পারব। ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। পরে তা দেওয়া হবে ফ্রন্টলাইন ওয়ার্কারদের।
