দীর্ঘ দুই মাস যাবত মাইনে না পেয়ে অনিশ্চয়তার মুখে হাওড়া ফেরি সার্ভিস।
গত দু মাস যাবত হাওড়া ফেরিঘাটের স্টাফেরা বিনা পারিশ্রমিকে তাদের কাজ চালিয়ে গেছেন। বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি মিলেছে শুধুই আশ্বাস। তবে এবার হুগলি নদীর জলপথ সমবায় সমিতির অধীনে সাড়ে 300 স্টাফ পরিবার পুজোর মুখে পারিশ্রমিকের সাথে বোনাস নিয়েও এখনও অনিশ্চয়তায় ভুগছেন। এদিন হাওড়া স্টেশন সংলগ্ন জলপথ অফিসে বিক্ষোভ দেখান হুগলি নদী জলপথ পরিবহনের কর্মচারীরা। তাদের অভিযোগ, বেতন না পেয়েও তারা ফেরি সার্ভিস বন্ধ করেননি। এই কঠিন পরিস্থিতিতেও তারা তাদের কাজ ও পরিষেবা দুটোই বজায় রেখেছেন সরকার এবং কর্তৃপক্ষের কোনো সাহায্য ছাড়াই।
তাদের দাবি,যদি আগামী কয়েক দিনের মধ্যে তাদের মাইনে দেওয়া না হয় তাহলে দুর্গাপূজার সময় লঞ্চ পরিষেবা বন্ধ করবে বলে জানিয়েছেন কর্মচারীরা।
