ভাইয়ের পর এবার দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার বুকে স্টেন্ট বসানো হচ্ছে তাঁরই দাদ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বুকেও। জানা গেছে, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বুকেও একটি স্টেন্ট বসাতে হবে। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হেল্ঠ চেক আপ করানোর পর জানা যায়, তিনিও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। স্টেন্ট বসাতে হবে। যা খবর, আগামী ২২ জানুয়ারি স্নেহাশিসের বুকে স্টেন্ট বসানো হবে। প্রসঙ্গত, সৌরভেরও আরও স্টেন্ট বসানো বাকি রয়েছে। তাঁর দ্বিতীয় দফার স্টেন্ট বসতে পারে এ মাসের শেষ দিকে।
