স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শিশু পুত্রের দাবি, বাবাই তার মাকে খুণ করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দীরবাজার থানার উড়িয়াহাট গ্রামে। মৃতার বাবা মোরসেলিম লস্কর পুলিশকে দেওয়া লিখিত বয়ানের ভিত্তিতে জানা যায়, গত ১৩ই জানুয়ারী চক্রান্ত করে তাঁর মেয়ে নাজিমা কয়ালকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করেন তাঁর স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করছে মন্দিরবাজার থানার পুলিশ। তবে পুলিশের কাছে মৃতার পরিবার ও প্রতিবেশীরা এই অপরাধের শাস্তির দাবি করেন।
