কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্রাম পঞ্চয়েত এলাকায় শেষ দফায় দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়। ইতিমধ্যেই তিন দফায় সরকারী বিভিন্ন প্রকল্পের আয়তাভুক্ত হয়েছেন বহু মানুষ। শেষ দফার প্রকল্পেও মানুষের জনস্রোত ছিল নজর কারার মতন। এদিন খাজরা সতীসচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলে দুয়ারে সরকার কর্মসূচিতে গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষজন এসেছিলেন। বিশেষ করে খাদ্যসাথী প্রকল্পের রেশনকার্ড সংশোধন ও নাম তোলা সংক্রান্ত প্রকল্পে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিন দুয়ারে সরকার কর্মসূচিতে সব মিলিয়ে মোট ৪৬২ টি অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি এলাকার বেশ কয়েক জন দুঃস্থ মেধাবি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনাও জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে।
