সরকারী কর্মচারীরা ডিএ জানুয়ারী মাসে পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ দেওয়া হবে ৩ শতাংশ হারে। কর্মী সংগঠনের বৈঠকে এমনটাই জানালেন তিনি। এই করোনা অতিমারীর দিনে দাঁড়িয়েও ডিএ নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা চরম অনিশ্চয়তায় রয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশে দাঁড়াতে হবে, বলে জানান মুখ্যমন্ত্রী।
