স্কুলের শারীর শিক্ষার শিক্ষক, হয়ে গেলেন স্বয়ং খেলার আবিষ্কারক। শুক্রবার তাঁকেই সম্মান জানাল গুগল। কানাডিয়ান-আমেরিকান জেমস নাইস্মিথ ছিলেন শারীর শিক্ষার টিচার। বাচ্চাদের নিয়ে কি খেলা যায় এই ভাবনাই যেন তাঁকে দিয়ে আবিষ্কার করিয়ে নেয় বাস্কেটবল খেলা। মূলত, এই ঘটনাকে গুগল একটি অ্যানিমেশনের সাহায্যে শ্রদ্ধা জানিয়েছে বাস্কেটবল আবিষ্কর্তা জেমস নাইস্মিথ -কে।
