মেয়ে সেজে রাতে ৩৪ নং জাতীয় সড়কে ডাকাতি চালাচ্ছিল একদল দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে, নদিয়া জেলা রানাঘাট থানার অন্তর্গত পায়রাডাংগা ঘাটিগাছা ৩৪ নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে ওই এলাকায়, রাতের অন্ধকারে মেয়ে সেজে ৬-৭ জনের এক ডাকাতদল, জাতীয় সড়কে দাঁড়িয়ে থেকে ডাকাতি চালাতো বলে অভিযোগ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ হানা দেয় এবং গ্রেফতার করে দুষ্কৃতীদের। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পাওয়া যায়। মঙ্গলবার ধৃত ২ জনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।