গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ভস্মীভূত হয়ে গেল তিনটি মোটর বাইক, নগদ টাকা, রান্নার বাসন পত্র সহ প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকে রঘুনাথপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের বাসিন্দা প্রবীর পালের বাড়িতে মধ্যরাতে হঠাৎ আগুন লেগে যায়। প্রবীর পালের পরিবার জানায়, মঙ্গলবার রাত্রি বারোটা নাগাদ হঠাৎ ই পাশের ঘরে দাও দাও করে আগুন জ্বলে উঠতে দেখে পরিবারের সদস্যরা। এর পরেই পরিবারের অন্যান্য সদস্যদের ঘর থেকে বের করে নিয়ে আসা হয়। এরপর দমকল বাহিনীকে খবর দিলে প্রায় একঘন্টা বাদে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। ইতিমধ্যেই খবর পেয়ে সেখানে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশও। তবে আগুন লাগর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
