সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে শুরু হয়েছে ভোট দখলের লড়াই। নির্বাচন যাতে সুস্থভাবে এবং সঠিকভাবে হয় তার জন্য সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীর জৈন। আগামীকাল ফের তিনদিনের সফরে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেলে রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের বাকি শীর্ষ আধিকারিকেরা আগামীকাল দুপুরে গুয়াহাটি থেকে কলকাতায় পৌঁছচ্ছেন। বিমানবন্দর থেকে সরাসরি বৈঠকস্থলের উদ্দেশে রওনা দেবেন কমিশনের প্রতিনিধিদল। পাশাপাশি বৃহস্পতিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকর পর জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের আধিকারিকদের।
