মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীনারায়ণপুর পাটনা বিদ্যাসাগর শিশুতীর্থ ক্লাব প্রাঙ্গণে সম্পূর্ন বিনা ব্যয়ে সাধারণ চিকিৎসা থেকে শুরু করে শিশুদের চিকিৎসা, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের ব্যবস্থা,
অ্যান্টিবডি পরীক্ষার পাশাপাশি সুগার পরীক্ষার আয়োজন করা হয়। এছাড়া অক্সিজেন পরিমাণ নির্ণয় ও দেহের পেশী শক্তি ও হাড়ের পরিমাণ নির্ণয় এর ব্যবস্থা ছিল।বিভিন্ন বিভাগের প্রায় ৩০জন ডাক্তার এই শিবিরে অংশগ্রহণ করেন। পাশাপাশি এই শিবিরে এলাকার প্রায় এক হাজার নারী, পুরুষ ও শিশু
চিকিৎসা গ্রহণ করেন এবং উপকৃতও হন বলে জানা গিয়েছে।
