বৃহষ্পতিবার কৃষক কেন্দ্রের চতুর্থ দফার বৈঠক। বৈঠক হয় বেলা ১২টায় নাগাদ। বৈঠক করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে থামছেনা কৃষক আইন নিয়ে বিদ্রোহ। আন্দোলনের জেরে আপাতত বন্ধ দিল্লি গাজিয়াবাদ রোড। জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির জেরে হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে ঢোকার একাধিক রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে দুটি সীমানাও। তবে আজকের বৈঠক কৃষকদের সঙ্গে ঐক্যমতে আসতে সাহায্য করবে বলে মনে করছে গোটা দেশ।
