দেশের চার বিখ্যাত ব্যাডনিন্টন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে উল্লেখ্য পারুপালি কাশ্যপ, এইচএস প্রনয়, প্রণব জেরি চোপরা এবং আরএমভি গুরু সাইদত্ত। তবে এনারা প্রত্যেকেই উপসর্গহীন। বর্তমানে তারা আইসোলেশনে রয়েছেন। তবে সাইনা নেহওয়লের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
