সকাল থেকে কুয়াশায় মোড়া বীরভূমের সিউড়ি শহর। বেলা যত বাড়ছে সূর্যের মুখ ততই ঢাকছে। কুয়াশায় ঢেকে গেছে গোটা বীরভূম জেলা। যার জেরে গাড়ি চালক থেকে ট্রেন চালকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। সকাল থেকে যে সমস্ত ট্রেন গুলি যাতাযাত করছে, সমস্ত ট্রেনের সময়ের হেরফের হচ্ছে। এই কুয়াশার কারণে ট্রেন চালকদের ট্রেনের হেডলাইট জ্বালিয়ে হর্ন বাজিয়ে যাতাযাত করতে হচ্ছে। সকাল ন’টা পেরিয়ে গেলেও রবিবার সকাল যেন কাল কুয়াশায় ঢাকা।
