অপেক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘লাইগার’-এর ফার্স্ট লুক। পোস্টারে বিজয় দেভাড়াকোন্দার প্রথম লুক দেখে মুগ্ধ ভক্তরা। করণ জোহরের ছবিতে এবার জনপ্রিয় দক্ষিণী তারকা বিজয় দেভাড়াকোন্দা। পুরী জগন্নাথ পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণ অভিনেতা বিজয় দেভাড়াকোন্দা এবং বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ‘লাইগার’-এর হাত ধরেই বলিউডে অভিষেক হবে বিজয়ের। উল্লেখ্য, প্রথমে এই ছবির নাম ছিল ফাইটার। সিদ্ধার্থ আনন্দ তাঁর পরবর্তী ছবির নাম রাখেন ফাইটার, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে হৃত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে। এ কথা ঘোষণা করার পর এই ছবির নাম বদলে রাখা হয় ‘লাইগার’। পুরী জগন্নাথ দ্বারা পরিচালিত এই ছবি মুক্তি পাবে পাঁচটি আঞ্চলিক ভাষায়- হিন্দি, তেলুগু, তামিল, কান্নাড়া এবং মালায়ালাম।
