শীতের ফসলে রমরমা নদিয়া জেলার বিভিন্ন চাষের জমি। তবে এই রবি শস্যের মরশুমেও কৃষকদের পরিস্থিতি ভালো নয়। বিভিন্ন রবি শস্য ফসলের বীজ থেকে হাপর বা বীজতলা বানিয়ে দেশীয় চারা উৎপাদনে খরচ অনেকটা কম হলেও প্রতিযোগিতায় তারা সকলের শেষেই রয়েছে। অবশেষ পথ না পেয়ে হাইব্রিডেই ভরসা রাখছেন তারা। কৃষকদের বক্তব্য ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লঙ্কা, মুলোর মতো বিভিন্ন সব্জির চাষ করলেও ফসল ওঠার পর প্রথম দু এক সপ্তাহ দাম পান তারা,। তবে পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে আড়তে পৌঁছানোর খরচ জোগাড় করতে পারছেন না।তবে আলু পিয়াজ আদা রসুন চাষিরা অবশ্য খুব বেশি খারাপ পরিস্থিতির মধ্যে নেই। এমনিতেই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের ভাতের থালায় জায়গা পায় না শীত প্রধান ফসলগুলি। বিক্রেতারা ক্রেতাদের ধরে রাখতে এক ব্যাগ বাজারের সাথে পালংশাক এবং ধনেপাতা বিনামূল্যে দিচ্ছেন।
