হাথরস কান্ডে নিরাপত্তার অভাব বোধ করছেন নির্যাতিতর পরিবার। পরিবারের আর্জি মেনে যোগী সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছে।এরপও আতঙ্কে থাকতে চাইছেনা নির্যাতিতা দলিত তরুণীর পরিবার। গণধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে এলে তাঁর চারপাশ থেকে লোকজনের হুমকিও শুনতে হয়েছে ওই পরিবারটিকে। এমনকী অনেক নেতা-মন্ত্রীও দোষারোপ করেছে বলে জানিয়েছে ওই পরিবার। ওই তরুণীর দাদা শনিবার জানান, সপরিবার দিল্লিতে শিফট করেবেন তারা এবং সেখানে থেকেই ন্যায়বিচার নিয়ে লড়াই করবেন তারা। হাথরস নির্যাতিতা পরিবারের আইনজীবী সীমা কুশওয়াও এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে জানিয়েছেন, ধর্ষণ-খুনের মামলাটি উত্তরপ্রদেশের বাইরে যাওয়া দরকার তাঁর অনুমতি যাতে তাঁকে দেওয়া হয়। নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছে ওই পরিবারটি। মামলা চলাকালীন হাথরসের নির্যাতিতার পরিবারকে যাতে নিরাপত্তারক্ষী দেওয়া হয় তাঁর আর্জিও করেন তাঁদের আইনজীবী।
