সোমবার আইপিলে মুখোমুখি বিরাটের আরসিবি বনাম মুম্বাই ইন্ডিয়ানস। এর আগেও তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এবং ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে হারালেও, তারপরের ম্যাচটিতে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে গিয়েছিল বিরাটের দল। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের কাছে হেরেও, কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছেন মুম্বাই। তবে, আজ তাঁদের ঘুরে দাঁড়ানোর লড়াই। আইপিএলে সাফল্যের তালিকায় মুম্বইয়ের সাথে আর-সিবির কোন তুলনাই হয় না।