মাথায় আঘাত নিয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জামাডাঙ্গা গ্রামে। জানা গিয়েছে, ৪০ বছর বয়সী নারায়ণ সাঁতরাকে গতকাল মাথায় আঘাত নিয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কলকাতা স্থানান্তরিত করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে ডেবরার টোলপ্লাজার কাছে মৃত্যু হয় নারায়ণ বাবুর। এলাকাবাসীদের দাবী, মোবাইলে গেম খেলা নিয়ে বাবা ছেলে দ্বন্দ্বে বাবার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ছেলে। বেলদা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ছেলে সুখেন্দু সাঁতারাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
