জাতীয় সড়কের পাশে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নারায়ণগড় এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা খড়গপুর ওড়িশা গামী ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে নারায়ণগড় এলাকাতে ডুবে থাকা অবস্থায় দেখতে পান ওই ব্যাক্তিটিকে। এছাড়াও স্থানীয়রা দেখে দেহটি যেখানে ডুবে রয়েছে তাঁর সামনেই সেই ব্যাক্তির জুতোজোড়া খোলা রয়েছে। এবং তার কিছুটা দূরেই পড়ে রয়েছে একটি বিষের শিশিও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটানাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ঘটানার তদন্ত শুরে করে। এই ঘটানাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
