মেট্রো রেলের ইতিহাসে নজির। সোমবার দিল্লি মেট্রোয় চালকবিহীন ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চালকবিহীন এই রেকটি দিল্লি মেট্রোর জনকপুরী পশ্চিম থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ছুটবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নয়াদিল্লিতে ভারতের প্রথম চালকবিহীন পুরোপুরি অটোমেটিক ট্রেনের পথচলার সূচনা হল। আর এর ফলে বিশ্বের সেই সাত শতাংশ মেট্রো নেটওয়ার্কের এলিট গ্রুপের মধ্যে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষও ঢুকে পড়ল যারা চালকবিহীন ট্রেন পরিষেবা চালু করেছে। পিএমও থেকে আগেই বিবৃতি জারি করে জানানো হয়েছিল, দেশের পরিবহণ ব্যবস্থায় আরও গতি আনবে মেট্রো রেলের এই তৎপরতা। দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইন জনকপুরী পশ্চিম থেকে বোটানিক্যাল গার্ডেন চালকবিহীন ট্রেন পরিষেবা শুরুর পরে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিঙ্ক লাইন মজলিস পার্ক থেকে শিববিহার পর্যন্ত চালকবিহীন ট্রেন পরিষেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে।