প্রতিটি দেশ মরিয়া হয়ে উঠেছে করোনা ভ্যাকসিন তৈরি করার জন্য। ভ্যাকসিন ঠিক কবে আসবে, তার মূল্য কত নির্ধারিত হবে,সেই নিয়ে ধোঁয়াশা রয়েছ বিশ্বের প্রতিটি মানুষের। তবে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও ইউরোপের একটি দেশ ঘোষণা করল, তারা দেশের মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন সরবরাহ করবে। নরওয়ে জানিয়েছে,দেশের জাতীয় টীকাকরণ কর্মসূচির আওতায় নিখরচায় কোভিড-১৯ ভ্যাকসিনের বন্দোবস্ত করবে। নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এক বিবৃতিতে এমন ঘোষনা করেছেন। পাশাপাশি সুইডেন নিজেদের প্রয়োজনের চেয়ে বেশি ভ্যাকসিন কিনে নরওয়েকে বিক্রি করবে বলেও খবর।
