ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান নিয়ে বিতর্ক অব্যাহত। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের মধ্যে কীভাবে সেখানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হল,তা নিয়ে ঘটনার দিনই প্রশ্ন তোলেন নুসরত জাহান। তৃণমূলের এক সাংসদ অভিনেত্রীর পর বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন মিমি চক্রবর্তী। নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান শেষ হওয়ার পর নিজের ট্যুইটার হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন মিমি চক্রবর্তী। ভিক্টোরিয়ার মতো হেরিটেজ ভবনে অনুষ্ঠানের পর কীভাবে সেখানে যত্রতত্র খাবারের প্যাকেট, নোংরা ফেলে পরিবেশ দূষিত করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন মিমি। শুধু তাই নয়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যদি অনুষ্ঠানের আয়োজন করা হয়, তা শেষের সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত বলেও মন্তব্য করেন মিমি।
