রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমনে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় নন্দীগ্রামের নতুন বাজারে বিজেপি কর্মীরা দলীয় ফ্ল্যাগ লাগানোর সময়, তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা হামলা চালায় তাদের উপর। ওই ঘটনায় বেশ কিছু বিজেপি কর্মী আহত হয়। এই প্রসঙ্গে আজ প্রাতঃভ্রমনে এসে সাংবাধিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছেন তাতে ওরা লোককে উস্কানি দিচ্ছেন যাতে সংঘর্ষ হয়। পাশাপাশি তিনি এও বলেন, রথযাত্রা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করা হয়েছে।
