বুধবার রাতে নদীয়ার কল্যাণীতে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেন এক তৃণমূল কর্মী। গত লোকসভা নির্বাচনের পর থেকে বিরোধী শিবিরের লোকজন একের পর এক অরাজকতা সৃস্টি করেছে কল্যানী শহরে। কল্যানী শহর তৃনমুল নেতৃত্বের দাবী আমরা কল্যানী শহরে উন্নয়নের কাজ করছি বলে বিরোধী শিবিরের হাতে হিংসার বলি হচ্ছেন তৃনমুলের কর্মীরা। আশংকাজনক অবস্থায় ওই তৃনমুল কর্মী কল্যানী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। দোষীদের উপজুক্ত শাস্তির দাবীতে সোচ্চার তৃনমুল নেতৃত্ব।
