বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ‘ট্যুরিস্ট গ্যাং’ বলে কটাক্ষ করল তৃণমূলের। মঙ্গলবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নথি তুলে ধরে রাজ্যে বকেয়া পাওনা মেটানোর দাবিও জানান তিনি। রাজ্যের বকেয়া পাওনা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বৈঠকেও এই দাবি জানিয়েছেন তিনি। কোন প্রকল্পের দরুন কত টাকা পাওনা বকেয়া রয়েছে, তা এদিন টুইটারে তুলে ধরেন ডেরেক ও’ব্রায়েন।
