শান্তিনিকেতন থানার অন্তর্গত কলাপুকুর ফুলডাঙ্গা সহ বেশ কয়েকটি আদিবাসী গ্রামের মানুষের অভিযোগ, কোপাই নদীর পাড় সংলগ্ন যে শ্মশান রয়েছে সেখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে জমি মাফিয়ারা। শুক্রবার সকালে সেই রকমই একটি ট্রাক্টরকে আটক করেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। বেশ কিছুক্ষণ ট্রাক্টর ও তার মালিককে ঘিরে বিক্ষোভও দেখায় তারা। তারপর ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এসে ট্রাক্টর সহ মালিককে আটক করে নিয়ে যায়। গ্রামবাসী দের দাবী, এলাকা থেকে কোন ভাবেই যেন মাটি কাটা না হয়। পাশাপাশি তারা বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও অফিসে লিখিত ভাবে অভিযোগ জানাবেন বলে সূত্রের খবর।
