কৃষি আইনকে এবার সমর্থন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৃহস্পতিবারই ট্যুইটারে ঘোষণা করেছিলেন, নতুন কৃষি আইন প্রত্যাহার না হলে রাজ্য এবং দেশজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস৷ এমনকি এদিন তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে পথে নামছে তারা৷ গান্ধিমূর্তির নীচে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ৷ ১০ তারিখ এই অবস্থান বিক্ষোভ থাকবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাথেই মুখ্যমন্ত্রী কৃষক সংগঠনের নেতাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন৷
