ট্রেনের ভাড়া কমানো,বয়স্কদের ট্রেনে যাতায়তে সুযোগ এই দাবিতে আন্দোলনে নামলো জলপাইগুড়ি যুব তৃণমূল। বুধবার জলপাইগুড়ি স্টেশন মাষ্টারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। এদিন জলপাইগুড়ি যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চলে বিক্ষোভ। অন্যদিকে প্রতিদিনই স্টেশন চত্বরে যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে বচসা হচ্ছে বলে অভিযোগ। জানা গিয়েছে, হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের ভাড়া ৩৫ টাকা করে নেওয়া হচ্ছে। ৭০ বছরের রোজগার সাতবছরের ছারখার করে দিয়েছে মোদী সরকার বলে অভিযোগ করেন জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও জানান তারা। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্টেশন কর্তৃপক্ষ।
